ইসলামী শরিয়তের দৃষ্টিতে মসজিদের ব্যাপারে ছয় শ্রেণির মানুষ দায়িত্বশীল। তাঁরা হলেন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মক্তব-পরিচালক, কমিটি ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তা। প্রত্যেকের ওপর নির্ধারিত কিছু দায়িত্বও রয়েছে।
.
যেমন—ইমাম যথাযথভাবে নামাজ করবেন এবং মুসল্লিদের দ্বিনি জ্ঞান, ঈমান ও আমলের উন্নয়নের চিন্তা করবেন। মুয়াজ্জিন যথাসময়ে আজান দেবেন। ইমামকে সহযোগিতা করবেন। খাদিমরা নিজ নিজ কাজ সম্পন্ন করবেন। মক্তব-পরিচালক মুসলিম শিশুদের ফরজ শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করবেন। কমিটি ও দায়িত্বশীল কর্মকর্তা মসজিদ ও মুসল্লিদের প্রয়োজনগুলো পূরণের চেষ্টা করবেন। মসজিদের সার্বিক পরিচালনার ক্ষেত্রে ইমামকে পরামর্শ দেবেন এবং তাঁর থেকে পরামর্শ নেবেন। (আহকামুল মাসাজিদ ফিশ-শারিয়াতিল ইসলামিয়া, পৃষ্ঠা : ৪০৫-৮)
.
- মসজিদ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠুভাবে পরিচালনা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব ও কর্তব্য।
মসজিদ পরিচালনাকারী মানুষগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনের এক আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায়। ইরশাদ হয়েছে, ‘আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তাঁর নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে সেই সব লোক, যাদের ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না।’ (সুরা নুর, আয়াত : ৩৬-৩৭)
.
এ আয়াত থেকে বোঝা যায়, এমন মানুষের তত্ত্বাবধানে মসজিদ পরিচালিত হওয়া জরুরি, যাদের সঙ্গে মসজিদের অবিচ্ছেদ্য বন্ধন রচিত হয়েছে, যারা সুখে-দুঃখে সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে। ইবাদত ও আমলের মাধ্যমে মসজিদকে আবাদ রাখে।
.
আমাদের মসজিদ কমিটির সদস্যদের নামের পূর্ণাঙ্গ তালিকাঃ
ক্র: নং | নাম | পদবী |
১ | আবু তাহের ভূঁইয়া | সভাপতি |
২ | জাহিরুল জালাল (বাবুল ভূঁইয়া) | সহ-সভাপতি |
৩ | গোলাম মূর্তজা ভূঁইয়া | সহ-সভাপতি |
৪ | সামশির আলম ভূঁইয়া | সাধারণ সম্পাদক |
৫ | হুমায়ন কবির ভূঁইয়া | সহ-সাধারণ সম্পাদক |
৬ | মোঃ ফিরোজ | কোষাধ্যক্ষ |
৭ | সরফরাজ আলি ভূঁইয়া | সদস্য |
৮ | নিক্সন ভূঁইয়া | সদস্য |
৯ | আরিফ ভূঁইয়া | সদস্য |
১০ | রাফসান জানি | সদস্য |
১১ | রোকন | সদস্য |
১২ | রানা | সদস্য |
১৩ | নজু ভূঁইয়া | সদস্য |
১৪ | রাজন | সদস্য |
১৫ | ফকরুল ইসলাম | সদস্য |
১৬ | বোরহান ভূঁইয়া | সদস্য |
১৭ | তিনু ভূঁইয়া | সদস্য |
১৮ | সুমন ভূঁইয়া | সদস্য |
১৯ | কাসেম পাটোয়ারী | সদস্য |
২০ | মানিক পাঠান | সদস্য |
২১ | নূরে আলম মন্টু | সদস্য |
২২ | সামসুল হুদা | সদস্য |
২৩ | আবুল কালাম | সদস্য |
২৪ | আমির হোসেন | সদস্য |
২৫ | সুমন | সদস্য |
২৬ | লোকমান | সদস্য |
২৭ | মাসুদ | সদস্য |
২৮ | মামুন | সদস্য |
২৯ | আবু সাঈদ | সদস্য |
৩০ | এস.এস.এ. খালেক জয়নাল | সদস্য |
৩১ | আবু নাসের | সদস্য |